নওগাঁর নিয়ামতপুরে পৈত্রিক সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মান করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নিয়ামতপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওবাইদুল রহমান। অভিযোগ সূত্রে জানা যায়,সম্প্রতি গত ২৫ জানুয়ারী ওবাইদুল রহমানের পৈত্রিক সম্পত্তি একই গ্রামের তালেবের ছেলে আলতাব হোসেন রাতারাতি গুজিশহর মৌজার জেএল নং ২৪৬, ৫৮৮ নং খতিয়ানভুক্ত সম্পত্তির ১৮৬৪ নং দাগের উপর টিনের ঘর নির্মান করে দখলের চেষ্টা করছে। গুজিশহর গ্রামের ওবাইদুল রহমানের ঐ সম্পত্তির উপর আলতাব হোসেন ও তার স্ত্রী রাতারাতি টিনের ঘর নির্মান করে। ওবাইদুল রহমান জানতে পারলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৌখিকভাবে প্রতিবাদ করায় এবং ঘর উঠিয়ে নিতে বললে তারা ভিকটিমরা বিভিন্নভাবে গালমন্দ করে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওবাইদুলকে মারার চেষ্টা করে। ভুক্তভোগী ওবাইদুল রহমান বলেন, আমার পৈত্রিক সম্পত্তি। যা আমার দাদা ও বাবা এরপর আমি ভোগ দখল করে খাচ্ছি। অথচ সমাজের দুস্কৃতিকারী আমার সেই পৈত্রিক সম্পত্তির উপর টিনের ঘর নির্মান করে দখলের চেষ্ট করছে। আমি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোন সমাধান পায়নি। এ বিষয়ে ভিকটিম আলতাব হোসেনের স্ত্রী শাকিলা বেগম বলেন, ওই জায়গাটি খাস। তাই আমরা এখানে ঘর নির্মান করেছি। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।