1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
আহমেদ রুবেলকে শিল্পকলায় শেষ শ্রদ্ধা ॥ গাজীপুরে দাফন - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই/ সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জয়নুল আবদিনের সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা শিবগঞ্জে ছাত্রদল নেতা মতিউর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল-রিজভী ফারিয়া’র কমিটি গঠন ॥ সভাপতি শফিক রহমান-সম্পাদক সরদার কামাল গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গোমস্তাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পাবনায় এনজিও’র ফটোসেশন ॥ বাছুর না দিয়ে হাতে খিচুড়ির প্যাকেট বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম গ্রেফতার

আহমেদ রুবেলকে শিল্পকলায় শেষ শ্রদ্ধা ॥ গাজীপুরে দাফন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আহমেদ রুবেলকে শিল্পকলায় শেষ শ্রদ্ধা ॥ গাজীপুরে দাফন

সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গুণী অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। তাকে আনা হয়েছিল নিথর দেহে, এটাই তার শেষবারের মতো শিল্পকলা ভ্রমণ। আর তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী ও অনুরাগীরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে তার মরদেহ ঘিরে ধরেন সবাই। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। শুধু আহমেদ রুবেল তাদের ধন্যবাদটা জানাতে পারেননি। ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস।
ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেয়। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।
নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, যতজন শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আমার কাছে মনে রুবেলই পারফেক্ট ছিল। তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে কথা বলে শেষ করা যাবে না। দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানায় চ্যানেল আই। টেলিভিশনটির তেজগাঁও কার্যালয়ে হয় অভিনেতার নামাজে জানাজা। এ বিষয়ে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়, আহমেদ রুবেলের মরদেহ পৌনে ১টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে চ্যানেল আই প্রাঙ্গণেই হয় অভিনেতার জানাজা।
এরপর ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হয় অভিনেতার দাফন। বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!