সারাদেশের ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আস্থা থাকুক বন্ধুতায় এই স্লোগানে বসন্ত উৎসব ও বন্ধু মিলন অনুষ্টিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল মিলনায়তনে এই বসন্ত উৎসবের আয়োজন করে জেলা উদযাপন কমিটি। অনুষ্ঠানের শুরুতেই সকল অংশগ্রহনকারিদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি কলাই রুটি, বেগুন ভর্তা ও ধনিয়া পাতার চাটনি দিয়ে নাস্তা করানো হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। এতে অংশগ্রহণকারিরা তাঁদের স্মৃতিচারণ করেন। দুপুরে মধ্যাহ্নভোজের পর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি গম্ভীরা পরিবেশন করা হয় ও অংশগ্রহণকারিদের মাঝে জেলার পরিচিতি স্বারক উপহার দেয়া হয়।
এসএসসি ব্যাচ ১৯৯২ এর মূল গ্রুপ অ্যাডমিন ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুল্লা আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আল মামুন জানান,তিন বছর আগে এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। গ্রুপটির প্রধান লক্ষ হচ্ছে মানবতার কল্যাণে সারাদেশে এক সাথে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কাজ করা। ‘আস্থা থাকুক বন্ধুতায়’ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে প্রায় ৭’শ জন উৎসবে অংশগ্রহণ করেন।