চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ। গতকাল সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খোন্দা কামাত বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান বাচ্চু বিশ্বাস, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল ইসলাম, শিক্ষকবৃন্দ ও অভিভাবকসহ অন্যরা।
প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আজ যারা বিদায় নিচ্ছো এটি বিদায় নয় এটি একধাপ এগিয়ে যাওয়ার পরিক্ষা মাত্র। এই পরিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিক্ষা। এ পরিক্ষার মাধ্যমেই তোমাদের আগামী দিনে পথচলা নির্ধারিত হবে।