গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি এবং দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ২ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি’র এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয় এর সার্বিক নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং এস.আই মোঃ আসগর আলীর নেতৃত্বে
একাধিক মামলার পলাতক আসামি (দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার)
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার নিমতলা ফকিরপাড়ার মৃত শহীদুল ইসলাম শহীদ এর ছেলে মোঃ রাব্বি হোসেন (২২) ও চুনারিপাড়ার মোঃ রুপলাল আলীর ছেলে মোঃ ইয়াসিন আলী @ ইদু (২০) কে মঙ্গলবার সকালে ফকিরপাড়া গ্রামস্থ পানির ট্যাংকীর ছাদের উপর থেকে গ্রেফতার করা হয়। আসামিরা গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পানির ট্যাংকির সিঁড়ির ছাদে রাত্রি যাপন করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।