টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা.মো.জাকির হোসেন,সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.শাহ মো.সরওয়ার জাহান, এবং সিইও মো. আনোয়ার হোসেন। ১৮ ফেব্রুয়ারি টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষে বক্তব্য রাখেন টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইন্জিনিয়ার শেখ সাহাদৎ হোসেন, আইডিইবি রংপুর জেলার উপদেষ্টা, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা জয়িতা নাসরিন নাজ, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার সেলিমুর রহমান, ভকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ (কেনিক) এর সিনিয়র সহসভাপতি ইন্জিনিয়ার জাকিউল ইসলাম, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক প্রশিক্ষণ ইন্জিনিয়ার আলী মো: জাহাঙ্গীর, পরিচালক প্লানিং ইন্জিনিয়ার আখতারুল ইসলাম জোসেফ প্রমুখ।
উল্লেখ্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।