‘অমর একুশে’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রচনা লিখন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমীতে দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত, বিশেষ প্রার্থণা সকল মন্দির, গির্জা ও উপসনালয়ে সুবিধাজনক সময়ে। ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে, মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভ্রাম্যমান প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী বারঘরিয়া গোল চত্বর, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় মাঠ, আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠ ও বঙ্গবন্ধু মঞ্চে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ উদ্যোগে কর্মসুচী বাস্তবায়ন করা হবে। বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক সজ্জিতকরণ। অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্যের সাথে উদযাপনের লক্ষ্যে দিবসের দিনব্যাপী সকল কর্মসুচী সফল করতে সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।