দিনাজপুরের বীরগঞ্জে চিকিৎসক এবং নার্স ছাড়াই চলছিল ক্লিনিক। অবশেষে অভিযান চালিয়ে অবৈধ ক্লিনিকটি বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, উপজেলা স্যানিটারী সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলাম (এসআইটি) সহ আরো অনেকে। বীরগঞ্জ উপজেলা সদরে ‘সাদ’ নামে একটি ক্লিনিক অনুমোদন ছাড়াই চলছিল। ক্লিনিকে ছিলোনা চিকিৎসক, ছিলোনা নার্স। এছাড়াও ল্যাবটেস্টে অতিরিক্ত মূল্য গ্রহণ করাও হচ্ছিল। অবশেষে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সাদ ক্লিনিকটি। অন্যদিকে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক রাখার সত্ত্বে সর্তক বার্তা দেয়া হয়। এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম দেখিয়ে ২৪ ঘন্টা রেখে প্রতিষ্ঠান পরিচালনা এবং পর্যাপ্ত নার্স না থাকায় ৭ দিনের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার অভিযান শেষে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন বলেন, কাগজপত্র না থাকায় একটি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে সকল শর্ত পূরণ করে, ভালো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।