স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চাঁপাইনবাবগঞ্জে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে রবিবার দনব্যাপি এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কাব ও স্কাউটস সদস্যরা অংশ গ্রহন করে।
বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাাবগঞ্জ জেলা ও সদর উপজেলা এ প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা স্কাউটসের কোষাধক্ষ্য মোঃ আসলাম কবির, সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, উপজেলা সম্পাদক গোলাম সারোওয়ার, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদ, পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম অনু।