গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ নারীসহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকেজন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপর থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। এঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।