1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
অসময়ের বৃষ্টিতে পোরশায় ইটভাটাগুলোর ব্যাপক ক্ষতি - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ২দিনে ডুবে এক যুবক ও ৩ শিশুর মৃত্যু এবছর মদিনায় প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সরকারের ধারাবাহিকতা ও স্থায়িত্বের কারণে বাংলাদেশে এত উন্নয়ন-ওবাইদুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসএসসি’তে প্রথম শিবগঞ্জের নাঈম চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি অনুমোদন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন আরএমপি ডিবি’র অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-৬ গোমস্তাপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

অসময়ের বৃষ্টিতে পোরশায় ইটভাটাগুলোর ব্যাপক ক্ষতি

নাহিদ-পোরশা(নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৮ বার পঠিত

অসময়ের বৃষ্টিতে পোরশায় ইটভাটাগুলোর ব্যাপক ক্ষতি

অসময়ের বৃষ্টিতে নওগাঁর পোরশা উপজেলার সবগুলো ইটভাটাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভাটাগুলির সারি সারি কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে কাদায় পরিনত হয়ে গেছে। আর এই ক্ষয়-ক্ষতির কারনে ভাটা মালিকদের মাথায় হাত পড়েছে। লক্ষ লক্ষ কাঁচা ইট গলে যাওয়ায় কিভাবে এইক্ষতি পুষিয়ে উঠবে মালিকরা চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ওএমএস ব্রিকস এর মালিক শরিফুল ইসলাম জানান, অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাঁচা ইট গলে কাদায় পরিণত হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে গেছ। তিনি জানান, বৃষ্টির কারণে উপজেলার ১০টি ইটভাটায় প্রস্তুতকৃত লক্ষলক্ষ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান। তিনি আরো জানান, অনেক ভাটা মালিকরা বিভিন্ন ব্যাংক থেকে লক্ষ-লক্ষ টাকা ঋণ নিয়ে ইট ভাটার ব্যবসা শুরু করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই এমন বড় ধরনের বৃষ্টির ধাক্কায় সর্বশান্ত হয়ে যাবেন অনেকে। ব্যাংক থেকে গৃহিত ঋণ কিভাবে পরিশোধ করবেন আর কিভাবেই বা নতুন করে ব্যবসা পরিচালনা করবেন তা নিয়ে ইতোমধ্যেই দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটা মালিকরা। ইটভাটা মালিক সমিতির সভাপতি ও কেএসবি ব্রিকস্ এর মালিক আকবর আলী কালু জানান, উপজেলার দশ ইটভাটার মালিক প্রত্যেকে এখন দুশ্চিন্তায় আছেন। কিভাবে ঋণ শোধ করবেন আর পুনরায় ব্যবসা চালু করবেন। একদিকে এবারে ইটের দাম কম অপরদিকে হঠাৎ এই বৃষ্টিতে ইটভাটা মালিকরা ব্যবসার শুরুতেই লক্ষ-লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হয়ে গেলো। অনেক ইটভাটা মালিকের পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠে ভাটা পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি মনে করছেন। অপরদিকে ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক আবুল হোসেন ও রাশেদুল হক জানান, বৃষ্টির ফলে কয়েকদিন যাবৎ তাদের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কতদিন বন্ধ থাকবে তাও তাদের জানা নেই। যে কয়দিন কাজ বন্ধ থাকবে সে দিনগুলোতে মালিক পক্ষ তাদের দিনেনা বলে তারা জানান। এতে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে তারা চিন্তিত হয়ে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!