সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকেলে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গরুর হাট ও ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজার এলাকায় সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়ার আয়োজনে দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় পথচারীদের মাঝে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, সাবেক পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিক, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম, হাজী আকবর আলী, দলিল লেখক আলম সরকার, সমাজসেবক নূর আলম আমিন, আব্দুল গনি, ভাষা মিয়াসহ অন্যরা।