বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ২৪৯ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। রবিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উপরমার গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. মোকসেদুল ইসলাম, একই এলাকার মোবারক হোসেনের ছেলে মো. রাসেল হোসেন। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বহন করার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সদর থানার ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে মো. মোকসেদুল ইসলাম ও মো. রাসেল হোসেনকে গ্রেপতার করা হয়। এ সময় পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২টি সিম ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।