শিবগঞ্জের সাংবাদিক মো. নাহিদ উজ্জামান এর উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে, আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিবগঞ্জ এতিমখানা ও সেলিমাবাদ কেরাতিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০ পিছ কুরআন মাজিদ বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো. হাসান আলী। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোহা. হাসান আলী, দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার রাজশাহী বিভাগীয় সম্পাদকসহ অন্যান্য মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ। শিবগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার একজন এতিম ছাত্র বলেন, ২০২০ সাল থেকে আমরা প্রতিবছর এই রকম উপহার পায় তার কাছ থেকে। নাহিদ উজ্জামান বলেন, তাদের দাবিটা আমি ইনশাল্লাহ পূরণ করব। আমি এই এতিম ছোট ছোট ভাই বোনদের জন্য পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছি। আমি এই কাজ করতে পেরে খুশি হয়েছি। পবিত্র কোরআন শরিফ উপহার পেয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা খুব খুশি।