চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সবুজ হাসান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোসারফ হোসেন ও বেলাল হোসেন। এছাড়াও কৃষি অফিসার সলেহ্ আকরাম, এলজিইডি কর্মকর্তা শাহীনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।