চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সরকারী কলেজ চত্বরে সুর্যদ্বয়ের সাথে সাথে ৩১বার তপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা বিএনপি দল ও উভয় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। অন্যদিকেম সকাল ৭টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া খায়ের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ অন্যান্যরা। এদিকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সকাল ৮টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়ানোর মধ্যে দিয়ে দিনব্যাপী খেলাধুলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। বিভিন্ন কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। খেলাধুলা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।