নেত্রকোণার মদন উপজেলায় অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ জানান, অবৈধভাবে মজুদ থাকার গোপন খবর পেয়ে ওই গ্রামের দুলদুল মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ৪২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। পরে এই চাল স্থানীয় খাদ্য গুদামে পাঠানো হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে দুলদুল মুন্সিকে পাওয়া যায়নি। দুলদুল মুন্সি হতদরিদ্রের মাঝে বিতরণ করা সরকারি চাল অবৈধভাবে কিনে নিজের ঘরে মজুদ করে রাখেন। পরে সুযোগ বুঝে এসব চাল বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কালোবাজারি চাল ব্যবসার সঙ্গে যারাই জড়িদের কোনো প্রকার ছাড় না দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাদিছ মিয়া।