1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
মায়ের জানাজা পড়ালেন প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী রাবিতে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে কারফিউ চলমান ॥ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল শিক্ষার্থীদের জন্য ৮ বার্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বের নিয়মেই কারফিউ বহাল নরসিংদী কারাগার থেকে পালানো আরও এক জঙ্গি গ্রেফতার-অস্ত্র ও গুলি উদ্ধার নরসিংদীতে জেল পলাতক ৪৪৯ কয়েদির আত্মসমর্পণ সিলেটে সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়-আমরা আদিবাসী’-নেত্রকোনায় আদীবাসী নেতৃবৃন্দ শুক্র ও শনিবার ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ৯ ঘণ্টা

মায়ের জানাজা পড়ালেন প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০১ বার পঠিত

মায়ের জানাজা পড়ালেন প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম

মায়ের জানাজা পড়িয়েছেন দেশের প্রধান বিচারপতি এম.এনায়েতুর রহিম। তাঁর মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করে জানালেন, তাঁর মা খুবই ফরেজগার ছিলেন। মানবিক ও দয়ালু ছিলেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সড়ে ১১টায় দিনাজপুর গোর-শহী বড় ময়দানস্থ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিম এর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের জানাজায় প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম নিজে ইমামতি করেন। এর আগে তিনি তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আমার মা খুবই ফরেজগার ছিলেন। মা অত্যন্ত মানবিক ও দয়ালু ছিলেন। আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। জানাজার পূর্ব বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। জানাজায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিচারক, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর মাতা বুধবার বেলা ৩ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মহান সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মিণী নাজমা রহিম। মৃত্যুকালে তিনি দুই পুত্র প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও চার কন্যাসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। রত্নগর্ভা ‘স্বপ্নজয়ী’ মা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননা অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!