চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রায়হান আলী নয়ন (২৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ওই মামলয় অপরাধ প্রশাণিত না হওয়ায় শাহরয়িার কামাল ও মুনিরুল ইসলাম দুজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুর সোয়া ২টায় সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী রায় ঘোষণা করেন। নয়ন শিবগঞ্জের চাঁনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর শাহাবাজপুরের কাগমারি গ্রামে বিজিবি’র হাতে ১ কেজি ৪৮০ গ্রাম হেরোইন ও ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় নয়ন। এ ব্যাপারে পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন ৫৯’বিজিবির নায়েব সুবেদার রেনু মিয়া। ২০২১ সালের ২৩ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জিন্নাতুন ইসলাম অভিযোগপত্র জমা দেন।