চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত শ্রমিক নেতাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রবিবার বিকেলে পাঠান পাড়াস্থ স্বপ্নিল কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিমুল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়েম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি সাইদুর রহমান ও সাধারন সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল গণি ও আব্দুল খালেক, এ্যাড. মোঃ মাসির আলী, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতা এবং শ্রমিকগণ। পরে আয়োজক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত শ্রমিক নেতাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং শেষে মোনাজাত ও সকলের সাথে ইফতার করেন নেতৃবৃন্দ।