চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অপহরণ করে কিশোরকে হত্যার চাঞ্চল্যকর মামলায় জড়িত ক্লুলেস হত্যা মামলার সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতার হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ বদিউজ্জামান (৩২) এবং উদয় নগরের তরিকুল ইসলামের ছেলে মোঃ আলী হাসান সনি (১৯)।
র্যাব জানায়, ৩ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে ভ্যান চালক কিশোরকে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মোঃ বদিউজ্জামান (৩২) ও মোঃ আলী হাসান সনি (১৯) কে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যা রাত ৭টার দিকে কিশোর ভ্যান চালক ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বাহির হলে দুর্বৃত্তরা অপহরণ পূর্বক তাকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমকে হত্যা করে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের একটি আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলা রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ বদিউজ্জামান ও মোঃ আলী হাসান সনি কে গ্রেফতার করা হয়। এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।