চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৪ তলা সুপার মার্কেট নির্মাণ কাজের (৬ তলা ফাউন্ডেশন) শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল ২০২৪) বিকেল ৫ টায় রহনপুর পুরাতন ফায়ার সার্ভিস এর জায়গায় রহনপুর পৌরসভার নিজস্ব এই স্থানে সুপার মার্কেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিয়াউর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। এই নির্মাণ কাজের প্রাক্কলিত অর্থের পরিমাণ ৭ কোটি ৪৫ লক্ষ ৯৮ হাজার ১৭০টাকা ৩০ পয়সা। এই মার্কেট নির্মাণ সম্পন্ন হলে অত্র এলাকার জনসাধারণ চরম উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।