1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
দুদু-এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক ॥ টাকা চেয়ে খুদে বার্তা-জেলা জুড়ে সমালোচনার ঝড় - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

দুদু-এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক ॥ টাকা চেয়ে খুদে বার্তা-জেলা জুড়ে সমালোচনার ঝড়

নিরেন দাস-জয়পুরহাট
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার পঠিত

দুদু-এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক ॥ টাকা চেয়ে খুদে বার্তা-জেলা জুড়ে সমালোচনার ঝড়

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য এবং রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামছুল আলম দুদু-এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে, জনপ্রতিনিধি, রাজনৈতিক,সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিদের কাছে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। যে বিষয়টি নিয়ে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এদিকে এই বিষয়টি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক যেখানে দুদু-এমপির ব্যবহৃত ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪ টা ৪০ মিনিটে সামছুল আলম দুদু এমপি নিজের ব্যবহৃত আইডি থেকে পোস্টটি দেন। সেখানে দুদু-এমপি লিখেছেন”আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টি হ্যাক করা হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না”। এর আগে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবির তুহিন ওরফে কৃষিবিদ তুহিন হোয়াটসঅ্যাপের স্কিনশর্টের ছবিসহ একটি সতর্কতামূলক পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন ‘সতর্কতাঃ জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামছুল আলম দুদু ভাইয়ের হোয়াটসআপ নাম্বার হ্যাক হয়েছে। আমার কাছে বিকাশে টাকা চাচ্ছে। কেউ নিশ্চিত না হয়ে টাকা দিবেন না।’ কৃষিবিদ তুহিনের হোয়াটসঅ্যাপের স্কিনশর্টে সামছুল আলম দুদু এমপির নম্বরটি উঁফঁ সঢ়৩ নামে লিখা রয়েছে। সেখানে এমপির পক্ষ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় জরুরীভাবে বিকাশে ২৫ হাজার টাকা পাঠানো যাবে কালকে সকালে আবার পাঠায় দিবো ইনশাআল্লাহ। এরপর তুহিন তাকে প্রশ্ন করেছেন কোন নাম্বারে পাঠাবো? কল দেন ভাই। ফিরতি বার্তায় ০১৭৮৫৩৫……৪৪১ নম্বর দিয়ে একটি পার্সোনাল নম্বর পাঠানো হয়। তবে কল করে উত্তর পাওয়া যায়নি। তার কিছুক্ষণ পরেই জাতীয় দৈনিক বর্তমান খবর পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিরেন দাসের হোয়াটসঅ্যাপে দুদু-এমপির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি বার্তা আসে”জরুরি ভাবে বিকাশে ২০ হাজার টাকা পাঠানো যাবে কালকে সকালে আবার পাঠিয়ে দিব ইনশাআল্লাহ” এমন বার্তার পর সাংবাদিক নিরেন দাস কৌশল ব্যবহার করে ফিরতি বার্তায় লিখেন” কোন নম্বরে দিবো দ্রুত নম্বর টি দিন। তারপর আর কোন উত্তর আসেনি। এছাড়া আরও বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে অনুসন্ধান চালিয়ে জানা গেছে। বিষয়টি নিয়ে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য এবং রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামছুল আলম দুদু-এমপি”ভারতে থাকাই তার সাথে কোন যোগাযোগ এবং কোন মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ প্রসঙ্গে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর তদন্ত চালিয়ে যাচ্ছে। ওসি আরও বলেন, এই হ্যাকার যতোবড়ই হোক, আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!