মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে র্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থেকে ১০ জন গ্রেফতার হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোমস্তাপুর থানার কেডিসি পাড়ায় র্যাব এর একটি দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত দশজনকে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদের নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। র্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে চালানো এই অভিযানে রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়া এলাকা থেকে আটককৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাঞ্জনতলার মৃত দানেশ আলীর ছেলে মোঃ লুৎফর আলী (৩০), রোকনপুরের মোঃ জালাল এর ছেলে মোঃ নাইমুল হক (৪০), হাউসনগরের মোঃ কবির ইসলামের ছেলে মোঃ আনিকুল ইসলাম (২৪), নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত কাউছার আলীর ছেলে মোঃ রজব আলী (২৯), কাশিয়াবাড়ীর মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ জিল্লুর রহমান (৪০)। নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের আকতার হোসেন পাতু’র ছেলে মোঃ মাসুদ (৩১), বন বিভাগ পাড়ার মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ মারুফ আলী (১৯), ক্ষ্যাদাপাড়ার মোঃ শাহিন শিকদারের ছেলে মোঃ রিফাত (১৯), ইসলামপুর রাইসা মিলপাড়ার মৃত আকবর এর ছেলে মোঃ আবু তাহির (৩০), ভোলাহাট উপজেলার দলদলি ক্লাব বাজার এলাকার লাল মোহাম্মদ এর ছেলে মোঃ মোশারফ হোসেন (২৩)। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।