গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফুল কে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত মোঃ আরিফুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আজগার গানওয়ালার ছেলে। র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল রাত সাড়ে আট টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বড়গাছি বাজার এলাকা হতে জি.আর মামলা নং ৯৬/১৯(ভোলাহাট) এর মাদকদ্রব্য মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম কে গ্রেফতার করে। আসামীকে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।