নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২৫ মৌসুমে উফসী আউশ ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। শেষে প্রধান অতিথির পক্ষে ৩ হাজার ৮৭০ জন কৃষককের মাঝে বিনামুল্যে উফশী আউশ ধান বীজ ও ১০০ জন কৃষকের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজের বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করেন ইউএনও আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। রোববার এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারি প্রগ্রামার ভাগ্যবন্ধু রায় সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত অর্থ সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ৩৬ শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৬০ জন শিক্ষার্থী প্রতিজনকে ২ হাজার ৫০০টাকা, মাধ্যমিক পর্যায়ের ৫০ জন শিক্ষার্থী প্রতিজনকে ৬ হাজার টাকা ও ২০ জন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী প্রতিজনকে ৯ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।