1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরনে ৪ জন দগ্ধ - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-পোরশা ওসি নাচোলে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২ জন রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার ড. আসিফ নজরুলকে হেনস্তাকারীদের গ্রেফতারের বিচারের দাবিতে ছাত্রদলের মিছিল শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যায় সাবেক স্বরাষ্টমন্ত্রী-এমপিসহ ১৮ জনের নামে মামলা চাঁপাইনবাবগঞ্জে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতি ওয়ার্কশপ সমাপনী শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত ॥ আহত ৫ আওয়ামী লীগ সভা-সমাবেশ করলে কঠোরভাবে মোকাবিলা: প্রেস সচিব

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরনে ৪ জন দগ্ধ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরনে ৪ জন দগ্ধ

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে বাড়িটির দেওয়াল ধসে যায় এবং টিনের চালা উড়ে যায়। বাড়ির মালিক দাবি করেছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মালতিনগর শ্মশান রোডের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, বাড়ির মালিক রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), মেয়ে সুমাইয়া আকতার (১৫), রেজাউলের ভাই রাশেদুল ইসলামের মেয়ে জিম আক্তার (১৬) ও তাদের প্রতিবেশী আলী হোসেনের মেয়ে তাসনিম বুশরা (১৪)। চারজনের মধ্যে রেবেকা ছাড়া তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বুশরার অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদশীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে মালতিনগর এলাকায় বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে এলাকাবাসী ছুটে গিয়ে দেখেন ওই বাসভবনের দেওয়াল ধসে গেছে। চারজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসার মালিক রেজাউল করিম জানান, তিনি ও তার ভাই রাশেদুল একই বাড়িতে থাকেন। তাদের দুই ভাইয়ের মেয়ের সঙ্গে প্রতিবেশী মেয়েটির ঘনিষ্ঠতা হওয়ায় তারা একই সঙ্গে গল্প করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা ৩ জন এবং তার স্ত্রী দগ্ধ হন। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পটকা তৈরির কাঁচামাল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ওই বাসভবনে থাকা তিনটি গ্যাস সিলিন্ডারই তারা অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। স্থানীয়রা আরও জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পটকা তৈরি করা হচ্ছিল। বাড়িটি পটকা তৈরির কারখানা হিসেবে পরিচিত। বগুড়া সদর থানার এস.আই জাকির হোসেন তাৎক্ষণিক ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরো ঘটনা তদন্ত শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!