এবছর হজ মৌসুমে সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজযাত্রীদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে হজযাত্রীদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান। হজ ব্যবস্থাপনা বিষয়ক হাবের উপস্থাপনা করেন হাব প্রতিনিধি ও মেসার্স রাজ ট্রাভেলস এর স্বত্বাধিকারী আলহাজ¦ মোঃ আব্দুল জাব্বার, স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মোঃ মাসুম সাহেব, হজ বিষয়ক আইসিটি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেসন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান, হজের ধর্মীয় বিধি বিধান সর্ম্পকে উপস্থাপনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী। হজ বিষয়ে প্রশিক্ষন সোমবার ও আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, জেলা থেকে এবছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাওয়া মোট ৯৬০জন হজযাত্রী প্রশিক্ষনে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৯ জন সরকারী ব্যবস্থাপনায় এবং ৯১১জন বে-সরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে যাবেন।