চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। সোমবার রহনপুর পৌরসভার খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মু. আশরাফুল ইসলাম, খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মনসুর রহমান।
মতবিনিময়কালে প্রধান অতিথি, স্মার্ট বাংলাদেশ ও ভিশন; ৪১, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ, মাদক ও সর্বজনীন পেনশন স্কিম এর ওপর বিশেষ গুরুত্তারোপ করেন। তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিম বেসরকারি প্রতিষ্ঠান ও নিম্ন আয়ের মানুষের জন্য এ সরকারের বিশেষ উপহার। অনুষ্ঠানে সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিম,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, সন্ত্রাস, গুজব, অপরাজনীতি, তীব্র তাপদাহে করণীয়,কিশোর অপরাধ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাম্প্রদায়িকতা বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় ২ শতাধিক নারী অভিভাবক উপস্থিত ছিলেন।