1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নির্বাচিত জনপ্রতিনিধিদের করনীয়- চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুত সেবা নিশ্চিতে জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের মতবিনিময় - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ২৩ জুন ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নির্বাচিত জনপ্রতিনিধিদের করনীয়- চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুত সেবা নিশ্চিতে জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৩ বার পঠিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের করনীয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুত সেবা নিশ্চিতে জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের মতবিনিময়

নির্বাচনী পূর্ববর্তী প্রতিশ্রুতি ও সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শহরের ‘চাঁপাই ফুড ক্লাব’র হল রুমে মঙ্গলবার সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতাদের প্রশ্নোত্ত্বর পর্ব। বেসরকারী উন্নয়ন সংগঠন ‘রূপান্তর’র আয়োজনে, আই আর আই এবং ইউএসএইড-এর সহযোগিতায় সভায় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নাজনীন ফাতেমা জিনিয়া, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা। সভায় প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। সভায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও কাউন্সিলরদের বিভিন্ন সেবামূলক ও সরকারীভাবে পালনীয় কার্যক্রম বিষয় তুলে ধরে বিষদ ধারণা প্রদান করেন প্রফেসর আনোয়ারুল কাদির। দিনব্যাপী এই সভায় শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। জেলায় এসব প্রতিষ্ঠানের সেবাদান ও অপূর্ণ সেবাগুলো নিয়েও আলোচনা হয়। সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় এবং বাস্তবায়নে জটিলতা বিষয়ে কথা বলেন উপস্থিত জনপ্রতিনিধিগণ। চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণ, সুধীসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেত্রী, সাংবাদিক, যুবসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিনিধিরা মতবিনিময় সভায় ২৫ জন অংশ নেয়। সভায় প্রাণবন্ত আলোচনায় সাধারণ মানুষ ও নাগরিকদের সেবাগুলো ও বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিগনের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। মতবিনিময় সভা বাস্তবায়নে সহযোগিতা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান রানা ও সহকারী ফারহানা রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!