1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
টাঙ্গাইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩ - দৈনিক চাঁপাই দর্পণ
বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪০ বার পঠিত

টাঙ্গাইলে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও চারজন। উপজেলার বাগুটিয়া এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), ও তার নানী শাশুড়ি হুসেইনে আরা (৬৮) এবং তাদের বহনকারী প্রাইভেটকারের চালক আবুল হোসেন (৩৩)। আবুল কুমিল্লা জেলার মুরাদনগর সদরের আব্দুস কুদ্দুসের ছেলে আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, দুটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বাগুটিয়া এলাকায় সামনে থাকা প্রাইভেটকারের সঙ্গে টাঙ্গাইলগামী একটি ট্রাকের ধাক্কা লাগলে সেটি খাদে পড়ে যায়। পরে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও আরেকজন মারা যান। কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার আহসান হাবীব বলেন, মাদারগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে পর পর আসা দুটি প্রাইভেটকারের প্রথমটির একপাশে লেগে চাকা খসে রাস্তার পাশে পড়ে যায়। আর পরের প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মোট সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং পাঁচজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এর মধ্যে প্রাইভেটকারের চালকসহ তিনজনকে প্রাইভেটকারের একটি অংশ কেটে বের করা হয়। পরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে পাঠানো ওই পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকেও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!