ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রৌমারী থানার ওসি মামুনুর রশীদ বলেন, মঙ্গলবার ভোররাতে মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৬), সন্ন্যাসী গ্রামের জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের রাসেল (৩২), কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের ফরহাদ (৩৫) ও জাকিরুল হক (৪৫)। মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, তারা ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। রৌমারী থানার ওসি মামুনুর রশিদ বলেন, বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করেছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আটকরা কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে অবৈধভাবে ভারতে যায়।