পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই শ্লোগানে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ১ অক্টোবর সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংগঠনটির কার্যালয় সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ সহ প্রবীন হিতৈষী সংঘের সদস্যগণ।