দূর্গোৎসবের মহাষষ্ঠির দিবাগত রাতে (শনিবার) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া বাজার সার্বজনীন দুর্গামন্ডপ ও মনাকষা নামোটোলা দূর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পুজামন্ডপ দুটিতে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কুনাল মুখার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও কানসাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।