শিবগঞ্জ উপজেলার চরপাঁকা মধ্যপাড়া আরপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরপাঁকা কদম তলা আরপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ৭১ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে এই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও সার্ভেয়ার আবদুল হাকিম উপস্থিত ছিলেন। পরে পাঁকায় বন্যা দূর্গত সহস্রাধিক নারী-পুরুষের মাঝে শুকানো খাবার বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।