শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর সার্বজনীন দূর্গামন্দির, সত্রাজিতপুর সার্বজনীন দূর্গামন্দির, পৌর এলাকার গুড়িপাড়া দূর্গামন্দির, তর্তিপুর সার্বজনীন দূর্গামন্দির, তর্তিপুর ষষ্ঠিতলা দুর্গামন্দির ও আলিডাঙ্গা নতুনপাড়া দুর্গামন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। রাতে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৬টি পুজামন্ডপে ২০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদসহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।