শিবগঞ্জ উপজেলার মনাকষার নবজাগরণ ও মনাকষা গোবিন্দ পুজামন্ডপে নগদ অর্থ, টি-শার্ট ও বিভিন্ন ফল উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পুজামন্ডপ পরিদর্শনে গিয়ে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিগত দিনগুলোতেও আমি সাধারণ মানুষ ও সনাতন সম্প্রদায় মানুষের পাশে ছিলাম। এখনো আছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেন তাহলে জনগণের সেবা করার জন্য সংসদ সদস্য পদে নির্বাচন করব। আমি হব জনগনের এমপি। এসময় শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ পুজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।