চাঁপাইনবাবগঞ্জে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রিকেট, ফুটবল ও ভলিবলের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার নাবিহা রাইদা ফাউন্ডেশনের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ফেয়ার গ্রুপের মহাব্যবস্থাপক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুজ্জামান, হাসনাইন খুরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।