শিবগঞ্জে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে আমানুল্লাহ আমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য মইনুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমানের বাড়ির ছাড়ের উপরে রান্না ঘরে চুলার আগুন মুর্হুতে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে ৬ মণ চাল, ৩ মণ আতব ধান, ১২টি ড্রাম, ১০ কেজি হলুদ ও সাড়ে তিন বান্ডিল ঢেউটিনসহ অন্যান্য আসবাবপত্র ভষ্মিভূত হয়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেলে অনুদান প্রদান করা হবে।