1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির সংবাদ সম্মেলন-তুলে ধরলেন নানান তথ্য জেলা পর্যায়েও শ্রেষ্ঠ ‘নবাবগঞ্জ সরকারি কলেজ’ ॥ শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী ॥ মেয়েরা এগিয়ে বিশ্ব ‘মা’ দিবসে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ‘মা’ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক-রাজশাহী জেলা প্রশাসক রাবিতে রাতভর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ ককটেল বিস্ফোরণ ॥ আহত ৬ নোয়াখালীতে উপজেলা নির্বাচনে ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন বাগমারায় মা দিবস পালিত দেশের ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি জাপার চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই জিএম কাদেরের

সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার পঠিত

সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ককটেল ফাটিয়ে কুপিয়ে মনিরুল (৪৫) ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে ঐ দুই আসামিকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতে পালানোর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সীমান্তবর্তী সদর উপজেলার বকচর থেকে তাদের গ্রেপ্তার করে টহলরত বিজিবি সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বাগডাঙার একরামুল হকের ছেলে মো. বাবু ও একই এলাকার বাদল আলী। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে। মৃত্যুর আগে মনিরুল আটক এ ২ জনের নাম তার স্বজনকে বলতে পারলেও বাকিদের তিনি চিনতে পারেনি বলে নিশ্চিত করে নিহতের স্বজনরা।এ ঘটনায় ওই দিন রাতেই দুজনের নামসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম। তিনি আরও জানান, এ মামলার এজাহার নামীয় আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্ত অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি (তদন্ত) আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত রোববার রাতে মনিরুল ইসলাম ইংলিশ মোড়ে মাটির ব্যবসা সংক্রান্ত মিটিং করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার দিন বিকেলে নিহতের চাচাতো ভাই ওবাইদুল হক জানান, মাটির ব্যাবসা ও গত নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে তার ভাইকে হত্যা করে। তার ভাইয়ের দেয়া তথ্যের ভিত্তিতেই মামলাটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!