1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে আর্তমানবেতার সেবায় সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

শিবগঞ্জে আর্তমানবেতার সেবায় সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন

শিবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার পঠিত

শিবগঞ্জে আর্তমানবেতার সেবায় সৈয়দ পরিবার ও জিকে ফাউন্ডেশন

শিবগঞ্জে এতিম, অস্বচ্ছল ও অসহায় পরিবারের সদস্যদের জন্য আলাদা ভাবে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জিকে ফাউন্ডেশন। আলাদাভাবে ঈদ সামগ্রীও বিতরণ করা হয়। জানা গেছে, শিবগঞ্জে সৈয়দ পরিবারের পক্ষ থেকে, জিকে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাসের প্রথম থেকে প্রায় মাসব্যাপী উপজেলা ১৫টি ইউনিয়নের ১৫টি স্থানে ও শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আলাদা আলাদা কর্মসূচীর মাধ্যমে হাজার হাজার এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম রজমান অর্থাৎ ২৪ মার্চ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুরু এবং শেষ হয় গত ১৫ এপ্রিল শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে। ইফতার ও দোয়া মাহফিলের শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাথে থেকে সহযোগিতা করেন এবং শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে। ইফতার মাহফিল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জিকে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজনরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম সহ যুবলীগ, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাছাড়া ১৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ২ হাজার এতিম, অসহায় ও দু;স্থদের মাঝে চাল, আটা, লবন, তেল, চিনি, সেমাই, পামর, বিভিন্ন ধরনের প্রায় ১৯ কেজি ওজনের একটি প্যাকেট বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবয়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস ও বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মামুনসহ আরো অনেকে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আল মামুন জিকে ফাউন্ডেশনের বরাত দিয়ে বলেন, সামনে ঈদুল ফিতর উপলক্ষে ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার বিভিন্ন এলাকার আরো ১০হাজার এতিম, অসহায় ও দু:স্থদের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, জাতির পিতার আদর্শের অনুসারী হয়ে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যতদিন বেঁচে আছি, ততদিন আমি জিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে এতিম দুঃস্থ ও অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য সেবা করে যাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, যে সৈয়দ পরিবারের পক্ষ থেকে জিকে ফাউন্ডেশনের অর্থায়নে দীর্ঘদিন যাবত মানুষের সেবা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!