শিবগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একদিনে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শেখটোলা মহল্লায় নিজ বসতবাড়িতে তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে ও বিকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে। মৃতরা হলেন-শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার মৃত সুরাত শেখ আলীর ছেলে শাহজাদা (৫৫), তার ভাই আবদুস সামাদ (৭৫) ও খালাতো বোন একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী বেল আফরোজা বুড়ি (৬০)। স্থানীয়রা জানায়, প্রায় দুই থেকে আড়াই বছর ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন তারা। হঠাৎ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মারা যান শাহজাদা। এ খবর শুনে রাত ৩টার দিকে মারা যান তার ভাই আবদুস সালাম। এদিকে, একই রাতে মৃত্যুবরণ করেন তার খালাতো বোন। সবার বাড়ি শেখটোলা মহল্লায়। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজন আবদুর রব বলেন, শাহজাদার সকালে দাফন সম্পন্ন হয়েছে। বিকালে সামাদ ও বেল আফরোজার মরদেহ দাফন করা হয়। একসঙ্গে এভাবে সবাই চলে যাবে কোনদিন ভাবিনি। শিবগঞ্জ পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী মৃতুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও ডায়াবেটিক রোগে অসুস্থ হয়ে তারা মারা গেছেন। সকলের দাফন সম্পন্ন হয়েছে।