চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। নাচোল উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর সভাপতি যতীন হেমব্রম ও সাধারণ সম্পাদক জোনাস সরেন জানান, এ বছর নাচোল উপজেলার ৩২ টি গির্জায় খৃষ্টান ধর্মের সবচাইতে বড় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে নাচোল উপজেলার প্রত্যেকটি গির্জায় কেক কর্তন, তার জীবনী তুলে ধরে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে গরীব অসহায়দের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।