1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
প্রয়োজন চারলেন রাস্তা ॥ অপ্রশস্ত সড়কে আমদানি পণ্য পরিবহণে ভোগান্তি - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা ॥ বন্ধুকে পেয়ে খুবই খুশি ড. ইউনূস টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ১০ ৫৩ বিজিবি’র অভিযানে ৩টি ককটেল ও ২টি খোসা উদ্ধার গোমস্তাপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার ৫৩ বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ আটক এক সকলে সর্তক থাকুন ॥ স্বৈরাচারের প্রেতাত্বারা চারিদিকেই আছে-জাকির হোসেন

প্রয়োজন চারলেন রাস্তা ॥ অপ্রশস্ত সড়কে আমদানি পণ্য পরিবহণে ভোগান্তি

♦ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার পঠিত

প্রয়োজন চারলেন রাস্তা ॥ অপ্রশস্ত সড়কে আমদানি পণ্য পরিবহণে ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড থেকে সোনামসজিদ স্থলবন্দরের দুরত্ব ৩৬ কিলো মিটার। এ সড়কটি দখল করে আছে ব্যাটারি চালিত অটো রিকশা, সিএনজিসহ ছোট যানবাহন। তাছাড়া সড়কটির পাশেই আছে কয়েকটি হাট-বাজার। অন্যদিকে সড়কটি প্রয়োজনের তুলনায় অপ্রশস্ত (সরু) হওয়ায় নির্ধারিত সময়ে স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যগুলো গন্তব্যে পৌঁছছে ভোগান্তি হয়। গতিবিধি না মেনে যান চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কটিতে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটায় চার লেন করার দাবি তুলেছেন জেলাবাসী। সড়কটি চাল লেন করা হলে যেমন পণ্যবাহী ট্রাক যথা সময়ে গন্তব্যে পৌঁছাবে, ভোগান্তিও কমবে, অন্যদিকে সড়ক দুর্ঘটনাও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি পণ্য পরিবহনের এটিই একমাত্র সড়ক। সারাদিনে পন্য স্থলবন্দর থেকে সাড়ে ৩০০ বেশি বেশি ট্রাক আসে। সড়কটি ৬ দশমিক ৫ মিটার প্রশস্ত। এ সড়কের প্রশস্ত কম হওয়ায় ট্রাক চালকদের পোহাতে হয় ভোগান্তি। বাধ্য হয়ে কম গতিতে ট্রাক চলাতে হয় চালকদের। ফলে পচনশীলপণ্য নিয়ে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌছতে পারেনা ট্রাকগুলো। অপ্রশস্ত সড়কের কারণে ঘটছে দুর্ঘটনাও।
শফিকুল নামের এক ট্রাক চালক জানান-চাঁপাইনববগঞ্জ-সোনামসজিদ সড়কটি খুব ঝুঁকিপূর্ণ। এ সড়কে বেশি অটো, রিক্সা, সিএনজি, ভুটভুটি, নসিমন, করিমন, বেশি হওয়ায় আমাদের ট্রাকগুলো খুব ধীর গতিতে চালাতে হয়। ফলে সঠিক সময়ে আমরা পণ্যগুলো দিয়ে আসতে পারছিনা। কাঁচা পণ্যগুলো বাজারজাত করার জন্য দ্রুত যাওয়ার চেষ্টা করলেও মাঝে মাঝে বাজার ধরতে পারিনা। পণ্যের মালিকের কাছে কথা শুনতে হয়। আরেক ট্রাক চালক সেরাজুল ইসলাম বলেন, এ সড়কের পাশে বারঘোরিয়া বাজার; ফিল্ডের হাট, রানিহাটি বাজার, ছত্রাজিতপুর, ছোটচক আমবাজার, কানসাট আম বাজার আছে। এছাড়াও রাস্তার জমিতে দোকানপাট নির্মাণ করায় মানুষ অসচেতন ভাবে চলাফেরা করছে। ফলে ঘটছে সড়ক দূর্ঘটনা। এছাড়াও অটো চালকরা যাত্রী উঠানোর জন্য যেখানে সেখানে দাঁড় করায়, ট্রাকের গতি একটু বেশি থাকলেই অটোতে ধাক্কা লাগে। নিজেকে খুব খারাপ লাগলেও, তখন আর কিছুই করার থাকেনা।
চলতি বছরের মধ্য এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ছোট-বড় ১৯টি দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে চলতি বছরের ২৯ মার্চে দুপুরে ওই সড়কের পুকুরিয়া এলাকায় ট্রাক চাপায় মুনিরা খাতুন (১০) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়। ওইদিন চার লেনের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে। সড়কটি চার লেন করে দেয়ার উপজেলা প্রশাসের আশ্বাসে সড়ক অবরোধ বন্ধ করে স্থানীয়রা।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি শফিকুল আলম ভোতা জানান, চাঁপাইনবাবগঞ্জ আর শিবগঞ্জ পাশাপাশি উপজেলা। এ দুই উপজেলায় জনসংখ্যা বেশি, পাশাপাশি শিবগঞ্জে একটি স্থলবন্দর আছে। এক দিকে মানুষ যাতায়াতের জন্য ছোট ছোট যানবাহনের সংখ্যা বাড়ছে। অন্যদিকে, স্থলবন্দরে পণ্য পরিবহনের জন্য ট্রাক যাতায়াত করছে। সড়কটি অপ্রশস্ত হওয়ায় সড়টিকে দূর্ঘটনা বাড়ছে। তিনি আরও বলেন; চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কটি চার লেন করা হলে সড়ক দূর্ঘটনার পাশাপাশি আমদানি পণ্য পরিবহন করা সহজ হবে। শুধু চার লেন করলে হবেনা যাতায়াতের ক্ষেত্রেও জনগণকে সচেতন হতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীত করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি দৃশ্যমান হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে রাস্তা প্রশস্ত আর সড়ক দূর্ঘটনা রোধ করতে শিবগঞ্জের বহলাবাড়ি আর পাইলিং মোড় এ দুটি বাঁক সরলীকরণ করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগির এ উদ্যোগটি বাস্তবায়ন হবে। বাঁক দুইটি সোজা করা হলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!