1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০৩৮ বার পঠিত

সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন

ইউএস বাংলা সাহিত্য সম্মেলন ও কবিদের মিলন মেলা। ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক তুলে দেন কবি মোঃ রুহুল আমিন এর হাতে তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি তিনবার স্বর্ণপদক প্রাপ্ত আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছেন। এতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিভিন্ন ক্যাটাগরিতে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক শাহ মোঃ শফিনূর। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও দানবীর রাগীব আলী। দুই পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি, শিক্ষক, শিল্পী ও সংগঠক মোঃ মোশাররফ হোসেন মুছা এবং কবি ও শিক্ষক মোঃ লুৎফুর রহমান তারেক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই পর্বে যথাক্রমে কবি, গবেষক, সম্পাদক ও বহু গ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী এবং তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ পরিচালক শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ(সাতক্ষীরা), আবৃত্তিকার মোঃ রেজাউল হক (টিটো মুন্সী) ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালি, ছড়াকার আতিক হেলাল, অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ, কবি ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, ভারত থেকে আগত কবি অগ্নিশিখা, কবি ড. কামাল উদ্দিন, কবি ড. মনোজিৎ রায়, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, কবি অধ্যাপক মাহতাব খান, কবি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী, কবি ও কথাসাহিত্যিক সামারীন দেওয়ান, কবি ও লেখক নাজমুল ইসলাম মকবুল, কবি নাজমুল আনসারী সহ দেশ-বিদেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকগণ। সঞ্চালনায় ছিলেন জাহানারা রেখা, মোঃ মোশাররফ হোসেন মুছা, শোয়াইব আহমেদ ও মোঃ লুৎফুর রহমান তারেক। বক্তারা তাদের বক্তব্যে সিলেটের সাহিত্যের ইতিহাস, ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং ইউএস বাংলা সাহিত্য সম্মেলনের নান্দনিক সৌন্দর্য আয়োজনের জন্য ধন্যবাদ জানান। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এরকম সাহিত্য সংগঠনকে পৃষ্ঠপোষকতা প্রদানের প্রতিশ্রুতি দেন। আলোচনা পর্ব শেষে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্প্রতি সিলেট লেখক ফোরাম, সাইক্লোন সিলেট, সিলেট লেখিকা সংঘ ও ছড়ালয়কে বিশেষ সম্মাননা ও দেশ-বিদেশের তিন শতাধিক কবি-সাহিত্যিকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

One thought on "সাহিত্যে সম্মাননা পেলেন সাতক্ষীরার কবি সাহিত্যিক রুহুল আমিন"

  1. মোঃ রুহুল আমিন says:

    আমি ভীষণ খুশি। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!