বাগেরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী ফলোআপ কর্মশালা হয়েছে। এর আগে হ্যালো বিডির তিনদিনব্যাপী কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ২০ জন শিশু-কিশোর অংশ নেয়। এর মধ্য থেকে ১০ জনকে বাছাই করে একদিনের এ ফলোআপ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার সকালে শহরের দশানীরে একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা প্রশাসক শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, “আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সবার আগে পড়ালেখা ঠিক রেখে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতা একটি মহান পেশা। নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতা করতে হবে। আক্রমণাত্মক সাংবাদিকতা একেবারেই করা যাবে না। তিনি আরও বলেন, “তোমরা যে বিষয়ের ওপর এখানে প্রশিক্ষণ নিতে এসেছ তার জন্য কোনো সহযোগিতা লাগলে তা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি অলীপ ঘটকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আহাদ উদ্দীন হায়দার। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক আফরিন মিম। কর্মশালায় সাংবাদিকতার কলাকৌশল, ভিডিও প্রতিবেদন, ইন্টারভিউ নেয়ার বিষয়ে মাঠ পর্যায়ে শিশুদের হাতেকলমে শিক্ষা দেওয়া হয়।