1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে ১২ বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে ১২ বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত

শিবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত

শিবগঞ্জে ১২ বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত

দীর্ঘ ১২ বছর পর আদালতের রায়ের মাধ্যমে বেদখলীয় জমি দখল পেলেন জমির প্রকৃত মালিক। গত ৪ মে (বুধবার) আদালতের প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি মেপে সরকারী ভাবে লাল পতাকা টাঙিয়ে জমির চৌহিদ্দী নির্র্দিষ্ট করে দেন এবং জমির মালিক বিপ্লবকে জমি বুঝিয়ে দেন তা ঢোল বাজিয়ে এলাকাবাসীর মাঝে তা প্রচার করা হয়। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পশ্চিম বিলাত হরিপুর মৌজায় জি.এল নং ১৬৪, আর.এস খতিয়ান নং-৮২৮, হাল দাগ নং ২১৪১,২১১০ ও ২১১৯। এ তিন দাগে নালিশী জমির পরিমান ৩০ দশমিক১৯/১০০ একর। মামলায় রায়ের কপি সূত্রে জানা গেছে, কানসাট ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে বিপ্লব গত ২৭-০১-২০১১খ্রী: তারিখে কানসাট ইউনিয়নের শিবনগর (বিলবাড়ি) গ্রামের মৃত অরেশতুল্লাহর ছেলে তরফ আলি বিরুদ্ধে মোকাম শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা নং-২১/২০১১,মিস (৯৬)। যা গত ০৩-০১-২০১৯ খ্রী: তারিখে বিজ্ঞ আদালতে মামলাটি না মঞ্জুর হয়। পরবতীতে অবারো তিনি জেলা দায়রা জজ আদালতে ০৮/২০১৯ আপীল দায়ের করলে উক্ত মিস আপীলটি শুনানী শেষে ০১-০৯-২০১৯ খ্রী: তারিখে মঞ্জুর হলে মোকদ্দমার প্রতিপক্ষ দেওয়ানী কার্যবিধির আইনের ৪১ রুলের ২১ ধারা মাতে ০১/২০২২ মিস কেস আনায়ন করেন। উক্তি মিস কেসটি ১৬-১০-২০২২খ্রী: তারিখে না মঞ্জুর হয়ে গত ০১-০৯-২০২১ খ্রী: তারিখের আদেশ বহাল হয়ে নিস্পত্তি হয়। যার রায়টি বিপ্লবের পক্ষে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!