1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ পাসের হার ৮০.৩৯ - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ২দিনে ডুবে এক যুবক ও ৩ শিশুর মৃত্যু এবছর মদিনায় প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সরকারের ধারাবাহিকতা ও স্থায়িত্বের কারণে বাংলাদেশে এত উন্নয়ন-ওবাইদুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসএসসি’তে প্রথম শিবগঞ্জের নাঈম চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি অনুমোদন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন আরএমপি ডিবি’র অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-৬ গোমস্তাপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ভিসা অনিশ্চয়তায় ৪ হাজারের বেশি হজযাত্রী রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ পাসের হার ৮০.৩৯

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩২ বার পঠিত

এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ পাসের হার ৮০.৩৯

চলতি বছরের এস.এস.সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার সকালে অনলাইন এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৯০ শতাংশ। রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ২৮ শতাংশ, যশোরে ৯৫ দশমিক ০৩ শতাংশ, চট্টগ্রামে ৮৭ দশমিক ৫৩ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ৬১ শতাংশ, সিলেট ৭৮ দশমিক ৮২ শতাংশ, দিনাজপুরে ৮১ দশমিক ১৪ শতাংশ, ময়মনসিংহে ৮৬ দশমিক ০৭ শতাংশ। এর আগে, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর অনলাইনে ফলাফল প্রকাশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলাফলে দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ২ হাজার ৯৭৫। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। এছাড়া কারিগরি বোর্ডে এবার পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। গত বছরের মতো এবারও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ঘোষিত ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডে এ বছর পাসের হার গত বারের চেয়ে শূন্য দশমিক ৫৭ শতাংশ বেশি। এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মধ্যে পাসের দিক থেকে এগিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া দেশের আরও আটটির ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহী ৮৭ দশমিক ৮৯, কুমিল্লা ৭৮ দশমিক ৪২, যশোর ৮৬ দশমিক ১৭, চট্টগ্রাম ৭৮ দশমিক ২৯, সিলেট ৭৬ দশমিক ০৬, দিনাজপুর ৭৬ দশমিক ৮৭, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯, কারিগরি ৮৬ দশমিক ৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ। ঘোষিত ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডে এ বছর পাসের হার একই বোর্ডের গত বারের পাসের হারের চেয়ে শূন্য দশমিক ৫৭ বেশি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার গত বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর এ বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন। অরুন কুমার গাইন আরও জানান, বোর্ডের অধিনে ৬ জেলার ১ হাজার ৪৭৭টি বিদ্যালয়ের এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে অংশ গ্রহন করেছে ৯০ হাজার ১৯৬ জন। বহিষ্কার হয়েছিল ৪৫ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ২৩১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগ থেকে। এ বিভাগের ৯৬ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে কম মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ। বাণিজ্য বিভাগে পাসের হার ৯২ দশমিক ১৭ শতাংশ। ফলাফলের নথি তুলে দেওয়ার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের প্রবল ইচ্ছার কারণেই ভালো ফলাফল সম্ভব হয়েছে।
শিক্ষার্থীরা (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএসের ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এর পর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!