সম্প্রতি আগুন লেগে ঘর বাড়ি পুড়ে যাওয়া এক অসহায় পরিবারকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসেন উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (NBBF)। শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের রামনগরে ছোট মামুনের মোড়ে, মানিক পীর স্কুলের পশ্চিম পার্শ্বে আগুন লেগে ঘর বাড়ি পড়ে যাওয়ায় এক অসহায় পরিবারকে ঘরের টিন প্রদান করেন উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (NBBF) এর সভাপতি মো: সাগর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকবৃন্দ সহ অন্যরা। উল্লেখ্য, উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (NBBF) এর মুল লক্ষ্য হলো, স্বেচ্ছায় অসহায় মানুষকে রক্তের যোগান দেওয়া এবং পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। উত্তরবঙ্গ ব্লাড ফাউন্ডেশন (NBBF) এর প্রতিপাদ্য হলো-“হাসবে ডোনার বাঁচবে প্রাণ, একেই বলে রক্তদান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।