জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু প্রণোদনার এসব সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন। মঙ্গলবার পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওই সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, পৌর আ’লীগের সভাপতি এসকে আব্দুল হক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী সহ প্রান্তিক কৃষকগণ। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান জানান, এ বছর উপজেলার ৮ হাজারের অধিক কৃষকদের মাঝে সরিষা, গম, মশুর, পিয়াঁজ, ভুট্টা, মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।